বিয়ে বাড়িতে মমতাকে ডাকা হলেও যাবেন অধীর!

তৃণমূল ও কংগ্রেস রাজনীতির ময়দানে একে অপরের সঙ্গে বিরোধিতা করলেও মিলে যাবে বিয়ে বাড়িতে!

author-image
Pallabi Sanyal
29 May 2023
we

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল  ও কংগ্রেস  রাজনীতির ময়দানে একে অপরের সঙ্গে বিরোধিতা করলেও মিলে যাবে বিয়ে বাড়িতে!

  যদি কোনো বিয়ে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ও  কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে একসাথে আমন্ত্রণ জানানো হয় তবে সেই আমন্ত্রণ রক্ষা করবেন বলেই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। নীতিশ কুমারের ডাকা বিজেপি বিরোধী জোটের বৈঠকে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী বিয়েবাড়ির উদাহরণ টানেন। বলেন,  “একটি বিয়েবাড়িতে যদি আমাকে, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করা হয়, তাহলে সেখানে দু’জনেই যাব।এখানে নিমন্ত্রণ করা ব্যক্তি কাকে কাকে নিমন্ত্রণ করছেন, সেটা বড় ফ্যাক্টর”।