সরকার আর কবে উত্তর দেবে, প্রশ্ন করলেন সোহিনী!

এবার সমাজমাধ্যমে সোহিনীর বিস্ফোরক পোস্ট। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
b etfw

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে একাধিকবার দেখা মিলেছে এই অভিনেত্রীর। পায়ে পা মিলিয়ে বরাবর প্রতিবাদ মিছিলে হেঁটেছেন তিনি। বিশিষ্ট অভিনেত্রী সোহিনী সরকার এই প্রতিবাদের সঙ্গে রাজনীতির কালো রং মিশতে দেখেছেন। পরোক্ষভাবে রাজনীতির কথা উল্লেখ করে তার সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, "উনি আসলেন না..পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন , তার বদলে এলেন বিরোধী দলের একজন নেতা ... এই সুযোগটা হাতছাড়া করা উচিত হবেনা ভেবেই ( ২০২৬ সামনেই) ... শিক্ষিত ছেলেমেয়ে গুলো শুধু গলার জোরেই স্লোগান তুলে তাকে বিদায় করলো .. সারারাত রাস্তায় , পায়ের নীচে ফুটপাত , আর মাথার ওপরে খোলা আকাশ আর উল্টোদিকে ব্যারিকেডের পাঁচিল ... আর কতক্ষন আর কতদিন থাকতে হবে আমরা কেউ জানিনা ... আমরা কেউ জানিনা আর কতদিন গেলে বিচার পাবো

আমরা কেউ জানিনা থ্রেট culture কবে শেষ হবে 

আমরা কেউ জানিনা জুনিয়র ডক্টররা কবে কাজে ফিরবে 

আমরা কেউ জানিনা সরকার আর কবে উত্তর দেবে 

আমরা কেউ জানিনা আমরা সবাই কবে সমান সমান হবো

            তবে আমাদের ধৈর্য্য অনেক, অপেক্ষা করবো ... আশেপাশের দোকান থেকে কত মানুষ এসে জল, চা,খাবার এসে দিয়ে গেলেন .. কত মানুষ ফেসবুকের পোস্ট দেখে বাড়ির দরজা খুলে দিলেন , বাথরুম যাওয়ার জন্য ... মিছিলে এক কাকু দোকান থেকে এক কৌটো লজেন্স দিয়ে গেলেন, কোথা থেকে এত জল আসছে নিজেরাও বুঝতে পারছিনা ..তখন  শুধু একটা কথাই মনে হয় এই মানুষগুলোকে দেখে 

                                                 ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ‘ "