নিজস্ব সংবাদদাতা: কিছুতেই থামছেনা প্রতিবাদ। বিচার না পাওয়া পর্যন্ত ক্লান্ত হবেনা মানবজাতি। সবার কণ্ঠে একটাই স্বর, বিচার চাই বিচার দাও। আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করলেও সিবিআই এখনও এই তদন্তের কিনারা করে উঠতে পারেনি।
গত বুধবার মানববন্ধনের ডাক দিয়েছিলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছিল সক্কলে। সেই মিছিলে আবারও প্রমাণ করেছিল, বাঙালি জাতির শিরদাঁড়া এখনও বিক্রি হয়ে যায়নি। রাজ্যজুড়েজুড়ে প্রতিবাদের আগুন আবারও জ্বলেছে। এই প্রতিবাদে যোগ দিয়েছিলেন রুপোলি পর্দার অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। সুবর্ণলতা সিরিয়ালে মেজ বৌ-এর চরিত্রে অভিনয় কেড়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি। তারপর একাধিকবার, একাধিক চরিত্রে তার অভিনয়, মন কেড়েছে সক্কলের। ইন্দুবালা সিরিজে লছমির চরিত্রে অভিনয় কেড়ে দর্শকদের মনে আলাদাই জায়গা করে নিয়েছিলেন তিনি।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে তিনি প্রমাণ করেদিয়েছেন শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও তিনি খুব ভালো। কিন্তু তার মধ্যেই ঘটে গেলো একটি অনভিপ্রেত ঘটনা। সমাজমাধ্যমে আন্দোলনের ভিডিয়ো শেয়ার করতেই তীব্র কটাক্ষ ও জনরোষের মুখে পরতে হল তাকে। নেটিজেনদের একাংশ তাকে কটা করে লিখেছেন তিনি নাকি নাটক করছেন। একজন তো তাকে মাওবাদী বলেও কটাক্ষ করেছেন। অভিনেত্রী প্রশ্ন তুলেছেন যে, যেই শহরে অভয়াকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা, সেই শহরেরই কিছু মানুষ কিভাবে এহেন বাজে কথা বলতে পারেন। তাকে নাকি 'দু'পয়সার' অভিনেত্রী বলেও কটাক্ষ করা হয়।