/anm-bengali/media/media_files/2025/11/25/sir-ss-2025-11-25-11-59-03.png)
নিজস্ব সংবাদদাতা: অসম–বাংলা সীমান্তের বক্সিরহাটে এসআইআর (SIR) প্রক্রিয়ার তথ্য সামনে আসতেই এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে। প্রায় দশ বছর ধরে তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েতের ফেরশাবাড়ি এলাকায় পরিবার-সহ বসবাস করছেন হাবেল শেখ। কর্মসূত্রে তিনি অরুণাচল প্রদেশে থাকেন, কিন্তু এলাকায় তাঁর পাকা বাড়ি আছে। সেই বাড়ি ঘিরেই তৈরি হল বিস্ফোরণ! অভিযোগ, নিজের প্রকৃত বাবার নামের জায়গায় নথিতে তিনি লিখিয়েছেন অন্য এক প্রতিবেশীর নাম—আব্দুল করিম শেখ। এই আব্দুল করিম বহু বছর ধরেই মৃত, কিন্তু জীবিত থাকাকালীনই তাঁকে নিজের ‘বাবা’ হিসেবে নথিভুক্ত করান হাবেল। সেই পরিচয় দেখিয়েই এলাকায় বাড়িও তৈরি করেছেন বলে অভিযোগ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/25/sir-voter-list-2025-11-25-11-59-48.png)
হাবেলের ছেলে দাবি করেছে, তাঁর বাবা বাইরে থাকেন, আর গত দু’দিন ধরে তাঁদের মা-ও বাড়িতে ফিরছেন না। পরিস্থিতি তাই আরও উদ্বেগজনক। মৃত আব্দুল করিমের ছেলে সালাম শেখ সরাসরি অভিযোগ তুলেছেন—হাবেল তাঁর বাবার পরিচয় ব্যবহার করে তাঁদের জমিজমা দখল করার চেষ্টা করছে। তিনি বলেছেন, এই জালিয়াতি তাঁরা কোনওভাবেই মেনে নেবেন না এবং খুব শীঘ্রই লিখিত অভিযোগ জানাবেন। সালামের দাবি, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় এই বড় জাল নথির ঘটনা সামনে এসেছে। তিনি এ জন্য প্রশাসনের পদক্ষেপকে সাধুবাদও জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের কথায়, ঘটনা প্রকাশ্যে আসতেই সালাম শেখদের পরিবারের কয়েকজন আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। বিজেপি নেতা তপন সিকদারের কটাক্ষ—পশ্চিমবঙ্গে নথি জালিয়াতি নতুন নয়, আরও বহু ঘটনা সামনে আসবে। প্রশাসন ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us