/anm-bengali/media/media_files/2025/10/17/whatsapp-i-2025-10-17-15-54-56.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/১ গ্রাম পঞ্চায়েতের পলাশী এলাকায় সরকারি গাছ কেটে বিক্রির চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ফরেস্টের অনুমতি ছাড়াই পূর্ত দপ্তরের অধীন থাকা বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হচ্ছিল।
গত দু’দিন ধরে এলাকার কয়েকজন ব্যক্তি হঠাৎই ওই গাছগুলি কাটতে শুরু করেন। ঘটনাটি নজরে আসে স্থানীয়দের, এরপরই খবর যায় গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে। পঞ্চায়েত প্রধান দ্রুত বিষয়টি ডেবরা থানায় ও বন দপ্তরের কাছে জানালে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান।
বন দপ্তরের কর্মকর্তারা এসে গাছগুলি সিজ করে নেন এবং কাটা কাঠ বাজেয়াপ্ত করেন। তাঁরা জানিয়েছেন, কারা এই কাজে যুক্ত ছিল এবং কার নির্দেশে সরকারি গাছ কাটা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/17/debra-124-2025-10-17-13-35-33.png)
অন্যদিকে, পূর্ত দপ্তরের অধীনে থাকা গাছগুলি কাটা নিয়ে কাদের মদতে এই অবৈধ কাজ চলছিল, সেটিও তদন্তে নামিয়েছে পুলিশ ও ফরেস্টের যৌথ টিম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু কাঠ ব্যবসায়ী এবং দালালের সঙ্গে যোগসাজশে এই কাজটি হয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, “যে গাছগুলো সরকারি দপ্তরের অধীনে, সেগুলো কেটে বিক্রি করার সাহস কেউ পায় কী করে? এর পেছনে নিশ্চয় বড় মদত আছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us