৬ লক্ষ টাকা চুরির অভিযোগে ধৃত একাউন্টেন্ট

চুরির অভিযোগে ধৃত মনীশ নারায়ণ।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-02 at 6.45.02 PM

UUUUU

নিজস্ব সংবাদদাতা : ৬ লক্ষ টাকা চুরির অভিযোগ। গ্রেফতার দুর্গাপুরের বিধান নগরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাউন্টেন্ট। ধৃত একাউন্টেন্টের নাম মনীশ নারায়ণ। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। এই চুরির খবর জানার পর স্কুল কর্তৃপক্ষ নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে।

Arrest

অভিযোগের ভিত্তিতে মনীষ নারায়নকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল কর্তৃপক্ষ ৬ লক্ষ টাকা চুরি, ওয়াশিং মেশিন এবং কুলার চুরি করার অভিযোগ করেছিলেন। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে টাকা উদ্ধার করার এবং চুরি যাওয়া জিনিস উদ্ধার করার চেষ্টা চালানো হবে।