New Update
/anm-bengali/media/media_files/2025/06/02/5zmMvYnGw3CjBustUHx2.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: জামাই ষষ্ঠীতে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি পৌঁছতে পারল না জামাই। পথ দুর্ঘটনায় আহত হল জামাই ও স্ত্রী সহ ১০ জন। দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে দইসাইয়ের কাছে রবিবার দুপুরে এই দুর্ঘটনা হয়। মারিশদা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক বাইক আরোহী তার স্ত্রীকে নিয়ে জামাই ষষ্ঠীর জন্য দইসাইতে শ্বশুর বাড়িতে যাচ্ছিল। দইসাইতে রাস্তা পেরোনোর সময়, দীঘা থেকে কলকাতাগামী একটি পর্যটক বোঝাই মারুতি ভ্যান বাইক আরোহীকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইক আরোহী সামনে থাকা যাত্রীবোঝাই টোটোতে ধাক্কা দেয়। ঘটনায় বাইক আরোহী ও তার স্ত্রী সহ মোট ১০ জন আহত হয়। ফলে ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ যানজট থাকে। স্থানীয়রা ও মারিশদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/anm-bengali/media/media_files/2025/05/05/Ufadah1Lvcad4hck5iW7.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us