Abhishek Banerjee : এবার বিপ্লবের মাটিতে পা রাখবেন অভিষেক, তৎপর পুলিশ

পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তার। হবে পদযাত্রা, রাত্রিযাপন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মোহবনি এলাকায় ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে যাওয়ার কথা রয়েছে তার।

author-image
Pritam Santra
24 May 2023
Abhishek Banerjee : এবার বিপ্লবের মাটিতে পা রাখবেন অভিষেক, তৎপর পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তার। হবে পদযাত্রা, রাত্রিযাপন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কেশপুর (Keshpur) ব্লকের মোহবনি এলাকায় ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে যাওয়ার কথা রয়েছে তার। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বিষয়ে খতিয়ে দেখতে মোহবনিতে এলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা।

abhishek banerjee

প্রসঙ্গত বিপ্লবের মাটি মেদিনীপুর। কেশপুর ব্লকে রয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটে। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির রুট ম্যাপ নিয়ে নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার দিকে নজর দিচ্ছে জেলা পুলিশ। পাশাপাশি পুলিশের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর নিরাপত্তার বিষয়ে পর্যালোচনা করা হবে। তবে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়তি কী চমক থাকে সে দিকে তাকিয়ে রাজনৈতিকমহল।