Abhishek Banerjee : ব্রিটিশ পুলিশের গুলিতে শহিদের স্মরণ করলেন অভিষেক

তৃণমূলের (TMC) নব জোয়ার প্রচার কর্মসূচির ৩৩ তম দিনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা ১৪ জন শহিদকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee )। তিনি শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক এবং মাল্যদান করেন।

author-image
Pritam Santra
New Update
abhishek banerjee

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের (TMC) নব জোয়ার প্রচার কর্মসূচির ৩৩ তম দিনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা ১৪ জন শহিদকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee )। তিনি শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক এবং মাল্যদান করেন। ১৯৩০ সালের ৬ জুন দাসপুরের চেঁচুয়া গোবিন্দনগর গ্রামে ব্রিটিশ পুলিশের গুলিতে ১৪ জন লবণ সত্যাগ্রহী শহিদ হয়েছিলেন। 

abhishek banerjee

মহাত্মা গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে ব্রিটিশরাজের জারি করা লবণ করের প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করে যারা আত্মবলিদান করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের স্মরণ করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষ যাতে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন, তা নিশ্চিত করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে সংশ্লিষ্ট কর্মসূচি পালন করছেন।