New Update
/anm-bengali/media/media_files/m7e4GjYGQCq7UZssarPW.jpg)
নিজস্ব সংবাদদাতা : মতুয়াদের বিক্ষোভের মাঝেই ঠাকুরনগরে পা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়া গড়ে তার প্রবেশের বিরোধিতায় সকাল থেকেই সরগরম এলাকা। ঠাকুরবাড়ির মন্দির ফুল দিয়ে সাজানো হলেও অভিষেকের জন্য যে তোরণ বানানো হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়। হাতে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগানে ফেটে পড়েন মতুয়ারা। উত্তপ্ত পরিস্থিতিতে মোতায়েন রয়েছে পুলিশ। তবে, বন্ধ করে দেওয়া হয়েছে মতুয়া মন্দিরের মূল দরজা। ফলে, সেই মন্দিরে পুজো দিতে পারলেন না অভিষেক। তিনি পুজো দেন পাশের মন্দিরে। মতুয়াগড়ে দাঁড়িয়ে এদিন হুঙ্কার ছাড়েন অভিষেক। বলেন, ''মন্দির কারও পৈতৃক সম্পত্তি নয়।'' যে ঘটনা ঘটেছে তার জবাব দেওয়ার দায়িত্ব তিনি আম জনতার ওপর দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us