New Update
/anm-bengali/media/media_files/x94bJY7QgidQjmBEhGlu.jpg)
নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করতেই তাল কেটেছিল তৃণমূলের নবজোয়ার যাত্রার। শুক্রবার বাঁকুড়ায় জনসংযোগ কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এরপর সোমবার সেই পুরনো মেজাজে, নতুন উদ্যমে বাঁকুড়ায় রোড শোয়ে অংশ নিতে দেখা গেল অভিষেককে। গাড়ির দরজায় দাড়িয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। আদিবাসী নৃত্যে, ধামসা মাদোলে তাকে স্বাগাত জানানো হয় জেলায়। তাকে একবার দেখার জন্য রাস্তার ধারে ভিড় জমেছিল অষ্টমীর রাতের মতো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us