নবজোয়ার শেষ হলেই অনির্দিষ্টকালের জন্য অনশন! হুঙ্কার দিলেন অভিষেক

এই মুহূর্তে নবজোয়ার যাত্রায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যাত্রা শেষ হলেই বড় আন্দোলনের পথে এগোবেন তিনি। দিলেন সংগঠিত হওয়ার ডাক।

New Update
abhishekbjp

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের নবজোয়ার কর্মসূচির পরেই দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার জনসভা থেকে হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

হুটমুড়া মাঠের সভা থেকে অভিষেক প্রশ্ন করেন যে বাংলায় বিজেপি নেতাদের কাছে কাকুতি-মিনতি, দিল্লির নেতাদের কাছে গিয়ে অনুরোধ করে নাকি দিল্লিতে গিয়ে মানুষকে সংগঠিত করে দাবি ছিনিয়ে নিয়ে আসা হবে? পুরুলিয়া জেলায় ১২ লাখ জবকার্ড হোল্ডারদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ অভিষেকের। বলেন, 'এই তৃণমূলের নবজোয়ার শেষ হবে, আমরা দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। দরকার হলে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অনশনে আমি বসব। কিন্তু দিল্লি থেকে আপনার প্রাপ্য টাকা আমি ছিনিয়ে আনব, আমি কথা দিয়ে যাচ্ছি'।