নিজস্ব সংবাদদাতা: নৈহাটির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একইরকম ভয়ংকর ঘটনা ঘটল কোন্নগরে। অভিযোগ, আম পাড়ার অপরাধে এক কিশোরকে পেরেক ঠোকা লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে এক টোটোচালক। এই নৃশংস হামলায় কিশোরের চোখে গুরুতর চোট লাগে। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তাকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কোন্নগরের মাস্টার পাড়ায়। পরিবার সূত্রে খবর, এক গাছে আম পড়তে গিয়েছিল ওই কিশোর। সেই সময় স্থানীয় এক টোটোচালক এসে পেরেক লাগানো লাঠি দিয়ে তাকে মারধর করে। তার চোখে এমন আঘাত লাগে যে সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয় এবং জ্ঞান হারিয়ে ফেলে সে।
এই ঘটনার পর গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত এখনও ধরা না পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হন। তারা অভিযুক্ত টোটোচালকের দ্রুত গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন।
/anm-bengali/media/media_files/2025/06/07/dTr7AEKwvf1tZhW7Ck0p.JPG)
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে ধরা যায়নি। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পলাতক টোটোচালক। কিশোরের চিকিৎসা চলছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
এই ঘটনায় ফের একবার শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, দোষীর কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।