বিদেশের মাটিতে প্রাণ গেল বাংলার তরুণীর, দেহ ফিরবে কীভাবে?

এই মাসের ১২ তারিখ সুইডেন দূতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দূতাবাসের সাথে, সেখান থেকে দিল্লি এরপর কলকাতা ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়।

author-image
SWETA MITRA
New Update
COVER swe.jpg

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: সুইডেনে (Sweden) গবেষণারতএকগবেষকেররহস্য মৃত্যু। মৃতগবেষকেরনামদুর্গাপুরেরডিপিএলটাউনশিপেরইএনটাইপেরবাসিন্দারোশনিদাস (৩২)।রোশনিদাসেরস্কুলিংলাইফদুর্গাপুরেই।এরপরবর্ধমানরাজকলেজথেকেজুলজিঅনার্সনিয়েপড়াশোনাকরারপরউড়িষ্যারভুবনেশ্বরের কলিঙ্গবিশ্ববিদ্যালয়থেকেবায়োটেকনোলোজিনিয়েপড়াশোনাকরেছিলেন।সুইডেনেরউমিয়াবিশ্ববিদ্যালয়থেকেনিউরোনিয়েপোস্টডক্টরেটকরছিলেনরোশনি।পরিবারেরসাথেশেষবারেরমতোকথাহয়গতমাসের ২৯তারিখ, এরপর৩০তারিখথেকেযোগাযোগবিচ্ছিন্নহয়েযায়।কিন্তুতখনোপর্যন্তএইনির্মমপরিণতিরকথাকিছুজানতেপারেনিপরিবার।এইমাসের১২ তারিখসুইডেনদূতাবাসথেকেযোগাযোগকরাহয়ভারতীয়দূতাবাসেরসাথে, সেখানথেকেদিল্লিএরপরকলকাতাভবানীভবনথেকেদুর্গাপুরথানায়যোগাযোগকরাহয়। ১৩ অক্টোবরপরিবারকেদেওয়াহয়মৃত্যুরখবর, জানানোহয়একআপার্টমেন্টেরভেতরথেকেরোশনিরদেহউদ্ধারহয়।গ্রেফতারওনাকিহয়েছেএকসুইডিশনাগরিক।তবেকিকারণেমৃত্যুসেটানিয়েধন্দেগোটাপরিবার।বিজেপি সাংসদসুরিন্দরসিংআলুওয়ালিয়ামৃতদেহআনারজন্যউদ্যোগনিয়েছেন।এখনপরিবারচাইছে, রোশনিরমৃত্যুরজন্যযারাদায়ীতাদেরকঠোরশাস্তিহোক, আরমেয়েরদেহযেনখুবতাড়াতাড়িদেশেআনাহোক।