দুর্গাপুরের শ্যামপুর নডিহা রোডে বেহাল চিত্র

শ্যামপুর নডিহা রোডে বেহাল চিত্র।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-24 4.49.45 PM

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরের শ্যামপুর নডিহা রোডে বেহাল চিত্র। ক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ। পথে নামল বাম নেতৃত্ব। নাটক না করে আমাদের পাড়া আমাদের সমাধানে অভিযোগ করুন পাল্টা কটাক্ষে তৃণমূল।

দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর নডিহা রোড কার্যত মৃত্যু ফাঁদ। খানা-খন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। বহুদিন আগেই রাস্তা সম্প্রসারণ ও দু’ধারে নিকাশী নালা তৈরির প্রতিশ্রুতি মিললেও কাজের নামে শূন্য ফল। উল্টে দিনকে দিন বেহাল হয়েছে রাস্তাটি, বেড়েছে দুর্ঘটনা।অবস্থা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে রবিবার সাধারণ মানুষকে পাশে নিয়ে বিক্ষোভে সামিল হল সিপিআইএম জেলা নেতৃত্ব। হাতে প্ল্যাকার্ড, গর্জে উঠল স্লোগান। দুর্ভোগ থেকে মুক্তির দাবি তোলেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। শ্যামপুর নডিহা রোডের গুরুত্ব কম নয়। ১৯ নম্বর রাজ্য সড়ককে জুড়ে দিচ্ছে এই রাস্তা, আবার বাঁকুড়ার মানা-ছোটমানা-সহ একাধিক গ্রাম ও শহরের শর্ট রুট এটি। অথচ সেই সড়কই আজ হাড়হিম অবস্থা। আন্দোলনের মঞ্চ থেকে সিপিআইএম জেলা নেতৃত্বের হুঁশিয়ারি,“এবার শুধু গণসাক্ষর অভিযান নয়, আগামী মাসের ২ তারিখের মধ্যে কাজ না হলে রাস্তা অবরোধ হবে। নাহলে নগর নিগম ও আসানসোল- দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ঘেরাও করতে রাস্তায় নামতে বাধ্য হব আমরা।” বামেদের এই প্রতিবাদকে ইতিমধ্যেই কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন,"সিপিএমের নাটক মানুষ আর দেখবে না। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে পাড়ায় পাড়ায়। সেখানে গিয়ে সমস্যার কথা জানান। সাত দিনের মধ্যে সমস্যা সমাধান হবে।" পাল্টা একই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপিও।