/anm-bengali/media/media_files/2025/11/21/whatsapp-image-2025-11-21-a-2025-11-21-10-41-42.jpeg)
JJJJ
নিজস্ব সংবাদদাতা : চীনা ভাষা শিক্ষাকে কেন্দ্র করে ভারত ও চীনের সুপ্রাচীন সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার ডাক দিলেন কলকাতায় নিযুক্ত চীনা ডেপুটি কনসাল জেনারেল কিন ইয়ং (Qin Yong)। গতকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চীন ভবনে অনুষ্ঠিত ৮ম হিউয়েন সাঙ কাপ চীনা ভাষা প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেন।
'ছাত্ররাই আধুনিক হিউয়েন সাঙ' :
ছাত্রছাত্রী, ফ্যাকাল্টি সদস্য এবং বিশিষ্টজনদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কিন ইয়ং প্রতিযোগিতার নামকরণ মাস্টার হিউয়েন সাঙ-এর নামে করার তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, এই ঐতিহাসিক যাত্রা সভ্যতা বিনিময়ের প্রতীক।
কিন ইয়ং বলেন, "যে সমস্ত ছাত্রছাত্রী আজ চীনা ভাষা শিখছেন, তাঁরা এই উত্তরাধিকার বহন করছেন এবং দুই সংস্কৃতির মধ্যে বোঝাপড়ার সেতু তৈরি করছেন। আমি তাঁদের আধুনিক যুগের 'হিউয়েন সাঙ' হওয়ার আহ্বান জানাই।" তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং চীন ভবনের ঐতিহাসিক সাংস্কৃতিক সংযোগের অবদানকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অর্থনৈতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য :
কিন ইয়ং চীন-ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক এবং চীনের বৈশ্বিক ভূমিকার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে ২০২৫ সালের শেষে চীনের জিডিপি ১৯.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি চীনকে বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ হিসেবে অভিহিত করেন এবং জানান, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে ভারতের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১১৫.২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/21/whatsapp-image-2025-11-21-2025-11-21-10-41-23.jpeg)
কূটনীতিতে নতুন স্বর :
কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে কিন ইয়ং রাশিয়ার কাজান (২০২৪) এবং চীনের তিয়ানজিনে (২০২৫) প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করেন, যা নতুন করে যোগাযোগের ক্ষেত্র তৈরি করেছে। তিনি ভিসা প্রক্রিয়া সহজ করা এবং সরাসরি বিমান চলাচল পুনরায় শুরুর উদ্যোগকে সম্পর্ক উন্নয়নের ইতিবাচক লক্ষণ হিসেবে স্বাগত জানান।
ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে, কিন ইয়ং পূর্ব ভারতের সঙ্গে যুব বিনিময় এবং বাস্তবিক সহযোগিতা বাড়ানোর জন্য চীনা কনস্যুলেটের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us