মাঝ রাস্তায় আচমকাই দাউদাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, চমকে যাবেন

রাস্তার মাঝেই দাউদাউ করে জ্বলল চলন্ত গাড়ি, গাড়ি থেকে পালিয়ে বাঁচলেন চালক।

author-image
Aniket
New Update
x



নিজস্ব প্রতিনিধি: মাঝ রাস্তায় আচমকাই দাউ দাউ করে জ্বলে উঠলো চলন্ত মারুতি গাড়ি। কোনোমতে গাড়ি থেকে নেমে পালিয়ে বাঁচলেন গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানার বাদাগেড়িয়া এলাকার কৃষ্টপুর শাল জঙ্গলের সিমলাপাল থেকে পাঁচমুড়া যাওয়ার লিংক রোডে। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুধ পরিবহনকারী এই জ্বালানি হিসাবে গ্যাস দিয়ে চালিত গাড়িটি সিমলাপাল থেকে পাঁচমুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল।

সেই সময়েই গ্যাসের গন্ধ পাওয়ায় চালক সতর্ক অবস্থায় গ্যাস সিলিন্ডার চেক করতে যান। সেই সময়ই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত সিলিন্ডার থেকে আগুন লেগে যায় গাড়িতে। এরপর চোখের নিমিষে গোটা গাড়িটি জ্বলতে শুরু করে। রাস্তার মাঝখানে গাড়িটিকে জ্বলতে দেখে রাস্তার পথচলতি লোকজন দাঁড়িয়ে পড়েন। যতক্ষণ আগুন জ্বলেছে, ততক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল রাস্তায়। পরে খবর পেয়ে সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে এলেও ততক্ষণে গাড়িটি একেবারেই জ্বলে ছাই হয়ে গিয়েছে। গাড়িটি দুগ্ধ পরিবহনের গাড়ি থাকায় এই গাড়িটিতে কোন যাত্রী ছিলনা। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।