শিলিগুড়ি-বামনহাট ট্রেনের ট্র্যাকে হাতির দল

জঙ্গল পেরিয়ে আচমকাই ট্রেন লাইনের ট্র্যাকে শাবক-সহ হাতির দল। প্রাণ বাঁচাল লোকো পাইলট। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ভেদ করে যাওয়া রেল ট্র‍্যাকের কিলোমিটার ১৬২ এলাকায়।

author-image
Jaita Chowdhury
New Update
elephant

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: রেলের লোকো পাইলটের তৎপরতায় আবারও প্রাণ বাঁচল শাবক-সহ হাতির একটি দলের। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন এবং রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ভেদ করে যাওয়া রেল ট্র‍্যাকের কিলোমিটার ১৬২ এলাকায়।

সূত্রের খবর, বামনহাট -শিলিগুড়ি ডিএমইউ ৭৫৭৪২ ডাউন ট্রেন নিয়ে আসছিলেন ট্রেনের লোকো পাইলট শ্রী এস অধিকারী। মঙ্গলবার সন্ধ্যা ৫-৫০ মিনিট নাগাদ  রাজাভাতখাওয়া স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ১৫০ মিটার দূর থেকে দুটি হাতি এবং একটি হস্তি শাবককে রেল ট্র‍্যাকের পাশে দেখতে পান তারা। ট্র্যাক পেরিয়ে হাতির দল ডান-পাশের জঙ্গলে ফিরে যায়।

elephant