ঘটে গেল মর্মান্তিক ঘটনা! নিথর শিশুকে কোলে নিয়ে মায়ের হাহাকার

কার্তিক ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। টোটো উল্টে পুকুরে পড়ে গেলে পাঁচ বছরের একটি শিশুর মৃত্যু হয়। টোটো কেন উল্টে গেল, তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।

author-image
Tamalika Chakraborty
20 Nov 2023 আপডেট করা হয়েছে 21 Nov 2023
New Update
 child death .jpg

নিজস্ব সংবাদদাতা: কার্তিক ঠাকুরের বিসর্জন দিয়ে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। টোটো উল্টে পড়ে যায় পুকুরে। ঘটনায় একটি শিশুর মৃত্যুর হয়েছে। শনিবার রাত দশটা নাগাদ হাওড়ার ডোমজুর এলাকায় কার্তিক ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার সময় টোটো উল্টে রাস্তার ধারে পুকুরে পড়ে যায়। সেই সময় টোটোতে তিন শিশু সহ পাঁচ জন ছিল। পুকুরে পড়ে যাওয়ার পরেই পাঁচজন হাবুডুবু খেতে থাকে। চারজনকে জীবিত অবস্থায়  উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি বছর পাঁচেকের বাবাই মল্লিককে। ঘটনাস্থলে পুলিশ হাজির হয়েছে। ঠিক কী কারণে টোটো উল্টে গেল, পুলিশ তা খতিয়ে দেখছে।