ব্রেকিংঃ পাঁশকুড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন! পথ অবরোধ

পাঁশকুড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

author-image
Aniruddha Chakraborty
20 Nov 2023 আপডেট করা হয়েছে 21 Nov 2023
New Update
ম,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বাড়ি ফেরার পথে খুন পূর্ব মেদিনীপুরের এক স্বর্ণ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানা এলাকার উত্তর জিঁয়াদা গ্রামে। ৬ নম্বর জাতীয় সড়ক ধরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সমীর পড়িয়া নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। সঙ্গে ছিল সোনা ভর্তি ও টাকার ব্যাগ। সেই সময় মাঝরাস্তায় একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর। ব্যবসায়ীকে গুলি করে তাঁর সোনা ও টাকা-পয়সা ছিনতাই করে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকাবাসীরা। কোলাঘাট থানার বিশাল বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি অভিযান শুরু হয়েছে।

hire