New Update
/anm-bengali/media/media_files/L4HVtXDc8XXz53iFhyoq.jpg)
নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়াঃ ঘাটাল পাঁশকুড়া সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়াগামী যাত্রীবোঝাই একটি বাস। জানা গিয়েছে যে, মেছোগ্রাম বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে যাত্রীবোঝাই বাসটি নয়নজুলিতে উল্টে যায়।
/anm-bengali/media/post_attachments/52c571e9-d83.png)
সূত্রের খবর, একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায় বাসটি। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। তারা নিজেরাই উদ্ধারের কাজে নেমে পড়েন।
/anm-bengali/media/post_attachments/6cb7b713-508.png)
ঘটনার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
/anm-bengali/media/post_attachments/782560e4-f79.png)
আরও জানা গিয়েছে যে, দুটি ক্রেনের সাহায্যে নয়নজুলি থেকে বাসটিকে তোলা হয়। এই দুর্ঘটনায় বহু যাত্রীরা আহত হলেও, এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/post_attachments/5c92fa0e-c0d.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us