/anm-bengali/media/media_files/2025/08/13/protest-a-2025-08-13-10-42-27.jpg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাকরাজিত এলাকায় বড়সড় আর্থিক কেলেঙ্কারি সামনে এসেছে। প্রায় ১০টি গ্রামের মানুষের বহু বছর ধরে জমিয়ে রাখা কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রের মালিক রাজীব মাইতি। কারও অ্যাকাউন্টে ছিল ৫ লক্ষ টাকা, কারও ৪ লক্ষ, আবার কেউ বা ১০ লক্ষ টাকা জমা রেখেছিলেন। কেউ ফিক্সড ডিপোজিট করেছিলেন, কেউ সাধারণ সঞ্চয় হিসাবে টাকা রেখেছিলেন—সব টাকা একসঙ্গে গায়েব হয়ে গেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/13/villagers-2025-08-13-10-42-56.jpg)
হঠাৎ এই খবর সামনে আসতেই গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রাহকরা অবিলম্বে তাঁদের টাকা ফেরতের দাবি জানান।
এদিকে, রাজীব মাইতির বাবাও তাঁর ছেলের খোঁজ না পেয়ে দাঁতন থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেছেন। বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, আর গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন তাঁদের জীবনের সমস্ত সঞ্চয় হারানোর ভয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us