/anm-bengali/media/media_files/2025/01/06/serghhj.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অবশেষে সমস্ত জল্পনা শেষ, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে তিন মাস বন্দী থাকার পর, আজ নিজেদের বাড়িতে ফিরলেন। মুখ্যমন্ত্রীর তৎপরতায় আজ ৯৪ জন মৎস্যজীবীর দেশে প্রত্যাবর্তন হল। রাজ্য সরকার ও প্রশাসনের তৎপরতায় দেশে ফিরলেন তারা।
যদিও আটক মৎস্যজীবীর সংখ্যা ছিল ৯৫। কিন্তু বাংলাদেশের নৌ বাহিনী যখন আটক করে তখন একজন ভয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, আর তাতেই প্রাণ হারায় ঐ মৎস্যজীবী। আজ সেই মৎস্যজীবীর পরিবারকে ২ লক্ষ টাকার চেক হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়া বাকি ৯৪ জন মৎস্যজীবীকে ১০ হাজার টাকা করে চেক হাতে তুলে দেন।
/anm-bengali/media/media_files/2025/01/06/setyviook.png)
এর আগে বহুবার বাংলাদেশ সরকার তাঁদের আদৌ ছাড়বে কিনা, তা নিয়ে বারবার আলোচনা চালিয়েছে। তার মধ্যে মৎস্যজীবীর পরিবারের লোকজনও ক্ষোভ উপড়ে দিয়েছিল সরকারের বিরুদ্ধে। গতবছর ২৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরই বাংলাদেশ সরকারের টনক নড়ে। বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে বাংলাদেশ সরকার। সেই মোতাবেক আজ নিজেদের বাড়ি ফিরল সেই সকল মৎস্যজীবী।
#WATCH | Gangasagar, South 24 Parganas: West Bengal CM Mamata Banerjee felicitates Indian fishermen who were released from Bangladeshi jail. pic.twitter.com/ePjfM9ccwX
— ANI (@ANI) January 6, 2025
/anm-bengali/media/media_files/2025/01/06/crghjk.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us