৯ ভারতীয় মৎস্যজীবীকে আটক করলো বাংলাদেশ

বারংবার ভারতীয় মৎস্যজীবীদের আটক করছে বাংলাদেশ।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-25 at 6.52.18 PM

JJJ

নিজস্ব সংবাদদাতা : আবার এক কাকদ্বীপের ট্রলারকে আটক করল বাংলাদেশ। বাংলাদেশের জলসীমা লঙ্ঘনের অভিযোগে আজ তাদেরকে আটক করা হয়। ট্রলারটির নাম এফ বি এনি । আজ গভীর সমুদ্রে মাছ ধরার সময় বাংলাদেশী নৌবাহিনী তাদেরকে আটক করে বলে অভিযোগ।

digbijay da add

ধৃত মৎস্যজীবীদের বাগেরহাট আদালতে তোলা হবে। এই ট্রলারটি গভীর সমুদ্রে আন্তর্জাতিক জলসীমায় ছিল। সেখানে গিয়ে তাদেরকে ধরা হয়েছে বলে অভিযোগ। এর আগেও একাধিকবার এই অভিযোগ করেছেন ভারতীয় মৎস্যজীবীরা। এর আগে ১৭ই অক্টোবর একটি ভারতীয় ট্রলারকে আটক করেছিল তারা। তার আগে জুলাই মাসে ২টি, ও অগাস্ট মাসেও একটি ট্রলারকে আটক করা হয়েছিল।