সবংয়ের ৬৭টি ক্লাবকে দূর্গাপূজোর চেক তুলে দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া

কেন তুলে দেওয়া হল এই চেক ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-21 at 6.14.21 PM

mans ranjan

নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের, সবং বিডিও অফিসে, সবং ব্লকের অন্তগর্ত ৬৭টি ক্লাবকে রাজ্য সরকারের পক্ষ থেকে দূর্গাপূজোর জন্য ১ লক্ষ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই চেকগুলি তুলে দেন সবং বিধানসভার বিধায়ক, তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।

WhatsApp Image 2025-09-21 at 6.14.23 PM
manas ranjan

সঙ্গে ছিলেন সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স,সবং থানার ওসি চঞ্চল সিংহ, সবংয়ের বিডিও এবং সবং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত সহ অনান্যরা।