/anm-bengali/media/media_files/2025/06/27/whatsapp-image-2025-06-27-b-2025-06-27-20-45-45.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ৫০০ টাকার জাল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ধৃত দুই যুবকের নাম গোলাম খান ও দুলাল হাসান মল্লিক। ধৃত দুজনেরই বাড়ি বাঁকুড়ার তালডাংরা থানার লালবাঁধ গ্রামে। ধৃতদের কাছ থেকে আরো বেশ কয়েকটি জাল নোট উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই দুজনের পিছনে রয়েছে বড় জাল নোটের চক্র।
পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে বাঁকুড়ার তালডাংরা বাজারে একটি জাল নোট নিয়ে বাজার করতে যায় ওই ব্লকেরই লালবাঁধ গ্রামের বাসিন্দা গোলাম খান ও দুলাল হাসান মল্লিক। সন্দেহ হওয়ায় দোকানদার বিষয়টি তালডাংরা থানায় জানালে পুলিশ দুই যুবককে আটক করে। এরপর ওই দুই অভিযুক্তকে তল্লাশি চালিয়ে আরো বেশ কয়েকটি জাল নোট উদ্ধার করে পুলিশ। তারপরই ওই দুজনকে গ্রেফতার করে তালডাংরা থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/27/whatsapp-image-2025-06-27-a-2025-06-27-20-44-32.jpeg)
তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান এই জাল নোটের পিছনে রয়েছে বড় চক্র। এই বিষয়ে আরও তদন্ত শুরু করেছে তালডাংরা থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us