নাবালিকার শ্লীলতাহানি, পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা ঘোষণা

ঘোষণা করল মেদিনীপুর আদালত।

author-image
Anusmita Bhattacharya
New Update
Rape

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। সেই ঘটনায় তিন বছর পর সাজা শোনাল মেদিনীপুর আদালত। দোষীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড হবে। দোষী ব্যক্তির নাম নন্দদুলাল দে (বয়স ৬১)। 

ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের জুন মাসে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায়। জানা গিয়েছে, ওই সময় ফাঁকা বাড়িতে ১২ বছরের (এখন ১৫ বছর) ওই নাবালিকাকে ডেকে নিয়ে আসে ওই ব্যক্তি। তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ ওঠে। পরে নাবালিকা বিষয়টি বাড়িতে জানালে পরিবার এবং গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত ব্যক্তিকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। পরিবারের পক্ষ থেকে গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করা হয় ওই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে তোলে। পরে অভিযুক্ত নন্দদুলাল জামিনে মুক্তি পায়। ৩ বছর মেদিনীপুর আদালতে বিচার প্রক্রিয়া চলার পর আদালত নন্দদুলালকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার তার সাজা ঘোষণা করেন বিচারক। আদালতের পাবলিক প্রসিকিউটর স্বর্ণেন্দু পারিয়াল বলেন, "দোষী ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে। অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বিচারপতি"। আদালতের এই রায়ে খুশি এলাকার মানুষ। তাদের অভিযোগ, এলাকায় ওই ব্যক্তির আচার-আচরণ ভালো ছিল না।

WhatsApp Image 2025-08-27 at 5.10.44 PM