৪০টি হাতির তাণ্ডবে লন্ডভন্ড সাঁকরাইলের বিস্তৃর্ণ এলাকা, মাথায় হাত চাষীদের!

ক্ষতিগ্রস্ত ধান চাষীরা বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
elephant

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংখ্যাটা এক দুই নয়, প্রায় ৪০ ছাড়িয়ে যাবে। রাত্রি নামতেই একের পর এক হাতির দল ঢুকতে থাকে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের টিয়াকাটি, ধানঘোরী এলাকায়। 
এক ঘণ্টার ব্যবধানে পর পর তিন তিনটি হাতির দলের আগমনে দিশেহারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। অনুমান তিনটি দলের সব মিলিয়ে প্রায় ৪০ টির কাছাকাছি হাতি আছে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। জমির আল ধরে এগোচ্ছে পরের পর দাঁতাল হাতির দল, যা দেখে চক্ষুচড়ক গ্রামবাসীদের। হাতির তাণ্ডবে লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি। 

মঙ্গলবার রাতে টিয়াকাটি জঙ্গল লাগোয়া এলাকা থেকে একের পর এক হাতির দল এগিয়ে আসতে থাকে লোকালয়ে। প্রথমে টিয়াকাটি সহ জামবেদিয়া, ধানঘোরী এলাকায় প্রবেশ করে তছনছ করে ফেলে ধান চাষের জমি! তারপর নষ্ট হয় অন্যান্য এলাকা।

elecphant attack .jpg

হুলা পাটি থাকা সত্ত্বেও কেন হাতি জঙ্গলে না ফিরিয়ে লোকালয়ে আনা হল এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের কর্মীরা। ক্ষতিগ্রস্ত ধান চাষীরা বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষের জমিগুলো পরিদর্শন এবং চাষিদের সাথে কথা বলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত। কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত বলেন, “এলাকায় হাতির দল গতকাল রাত্রে প্রবেশ করেছিল। যা যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি বনদপ্তরের সাথে কথা বলে"।