নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: অসাধ্য সাধন। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনা গ্রামের ৪ বছরের আরাধ্যা হাজরা ৫০ সেকেন্ডে ৫০টি দেশের রাজধানীর নাম বলে ইণ্ডিয়া বুক অফ রেকর্ড নাম ওঠাল। শিক্ষক চিন্ময় হাজরার মেয়ের এই মনে রাখার প্রতিভাকে সঠিক ভাবে কাজে লাগান ও নিয়মিত অভ্যাস করান তার বাবা-মা দুজনে মিলে।
ফলস্বরূপ ৬ আগষ্ট ২০২৪ ইণ্ডিয়া বুক অফ রেকর্ডে অনুমোদন পায়। ১ সেপ্টেম্বর পোস্টের মাধ্যমে আরাধ্যার বাড়িতে পুরস্কার এসে পৌঁছায়। এতে খুব খুশি ও গর্বিত মা-বাবা, ঠাকুমা, আত্মীয়-স্বজন থেকে এলাকার পঞ্চায়েত প্রধান, বিশিষ্ট সমাজসেবী শিবশংকর দাসসহ সবাই। সবাই এসে খুদে আরাধ্যাকে সম্বোধিত করেন। তারা সবাই আশীর্বাদ করেন যাতে সে পরবর্তীতে আরো বড় হয়, সফল হয়, দেশের নাম ও এলাকার নাম উজ্জ্বল করে।