আগ্নেয়াস্ত্র সমেত ৪ জনকে গ্রেফতার

কোথা থেকে পাওয়া গেল তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-01 at 8.18.06 PM

নিজস্ব প্রতিনিধি, হুগলি: গোপনসূত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ রবিবার ভোর রাতে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের নশীবপুর এলাকায় মারুতি ওমিনি গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সমেত ৪ জনকে গ্রেফতার করে। আরো দুই দুষ্কৃতী গাড়ি থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, ধৃতরা হল রাজকুমার মাহাতো, বিশাল কুমার, গুলশান কুমার, রাকেশ কুমার। ধৃতদের সকলের বাড়ি বিহারে।

ধৃতদের কাছ থেকে দুটি ওয়ানসাটার রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ। মারুতি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে বিহার থেকে এই রাজ্যে এসেছিল তারা। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে। পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে সিঙ্গুর থানার পুলিশ।

Arrest