New Update
/anm-bengali/media/media_files/15ThQZCNdAmT9jBqeDcO.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে বঙ্গ বিজেপির তরফে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, "কোচবিহার জেলার পুটিমারি অঞ্চলের ৩৫ টি পরিবার এবং ভেটাগুড়ির ১ অঞ্চলের তৃণমূলের ২জন পঞ্চায়েত সদস্য ছাড়াও শতাধিক পরিবার মোদীজির হাত শক্ত করতে এবং তৃণমূলের অপশাসনকে দূর করতে কেন্দ্রীয় মন্ত্রী নীশীথূ প্রামাণিকের নেতৃত্বে বিজেপিতে যোগদান করলেন। সকলকে বিজেপি পরিবারে স্বাগতম!"
কোচবিহার জেলার পুটিমারি অঞ্চলের ৩৫ টি পরিবার এবং ভেটাগুড়ির ১ অঞ্চলের তৃণমূলের ২জন পঞ্চায়েত সদস্য ছাড়াও শতাধিক পরিবার মোদীজির হাত শক্ত করতে এবং তৃণমূলের অপশাসনকে দূর করতে কেন্দ্রীয় মন্ত্রী @NisithPramanik -এর নেতৃত্বে বিজেপিতে যোগদান করলেন।
— BJP West Bengal (@BJP4Bengal) December 28, 2023
সকলকে বিজেপি পরিবারে স্বাগতম! pic.twitter.com/1r9HI8MN2L
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us