খিচুড়ি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত ৩০০ জন, চলছে চিকিৎসা

রাত্রি থেকে একে একে শুরু হয় বমি , পায়খানা ও পেট ব্যথা। তাদের মধ্যে বেশ কয়েকজনকে লাভপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসনের তরফে আজ সকাল ছোটগোগা, বড়গোগা ও হাজিডাঙ্গা গ্রামে গিয়ে চিকিৎসার ক্যাম্প করেন।  

author-image
Jaita Chowdhury
New Update
district news

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মৎসব খেয়ে ডায়রিয়াই আক্রান্ত বীরভূমের লাভপুরের ৩টে গ্রামের প্রায় ৩০০জন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, লাভপুরের বড়গোগা গ্রামে একটি পুজোর মহোৎসব ছিল। সেই খিচুড়ি প্রসাদ খেতে ছোটগোগা, বড়গোগা ও হাজিডাঙ্গা গ্রামের মানুষজন উপস্থিত হয়। তারপর, রাত্রি থেকে একে একে শুরু হয় বমি , পায়খানা ও পেট ব্যথা। তাদের মধ্যে বেশ কয়েকজনকে লাভপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।  

প্রশাসনের তরফে আজ সকাল ছোটগোগা, বড়গোগা ও হাজিডাঙ্গা গ্রামে গিয়ে চিকিৎসার ক্যাম্প করেন। তারপর চিকিৎসকরা গ্রামে খোঁজখবর নেন। তারপর গ্রামবাসীরা জানান, তিনটে গ্রামের মানুষজন আক্রান্ত হয়েছে ডায়রিয়াই। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ৩০০ জন আক্রান্ত হয়েছে। এবং তাদের মধ্যে একজনের অবস্থা খারাপ হওয়ার জন্য লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। তবে সবাই সুস্থ রয়েছে বলে জানান। গ্রাম থেকে ওই খাবারের নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কীভাবে এই ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখছে প্রশাসন।