/anm-bengali/media/media_files/2025/10/19/whatsapp-image-2025-10-19-2025-10-19-20-30-51.jpeg)
daspur
নিজস্ব সংবাদদাতা : মনসা পুজোর খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক গ্রামবাসী। রাত থেকেই বমি, পেট খারাপ-সহ নানান উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়ে একের পর এক গ্রামবাসীদের। আজ রবিবার সকাল থেকেই আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সুরতপুর গ্রামে। খবর পেয়েই তড়িঘড়ি গ্রামে পৌঁছেছেন স্বাস্থ্য দপ্তরের ১৫ জনের মেডিক্যাল টিম। দুপুর নাগাদ স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দাসপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ২ জন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দাসপুর-১ নং ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের সুরতপুর গ্রামে শনিবার রাতে এই ঘটনা ঘটে। গ্রামে একটি মনসা পুজো উপলক্ষে রান্না করা খিচুড়ি খেয়েছিলেন গ্রামের বহু মানুষ। এরপর গভীর রাত থেকেই একের পর এক বাসিন্দা অসুস্থ হতে শুরু করেন। সেই তালিকায় শিশু, মহিলারাও আছেন। সকালে খবর পেয়েই পৌঁছন বিডিও দীপঙ্কর বিশ্বাস, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান চিন্ময় চক্রবর্ত্তী-সহ, ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
গ্রামে স্থায়ী মেডিক্যাল ক্যাম্প ছাড়াও চিকিৎসকদের টিম বাড়ি বাড়ি ঘুরে দেখছেন। খাবার, জল ও মল সংগ্রহ করেছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। গ্রামবাসীরা বলেন, শনিবার গ্রামে মনসা পুজো উপলক্ষ্যে রাতে তিনশ জনের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল। সুরতপুর ছাড়াও পাশের গ্রাম খরদা বিষ্ণুপুর, রূপনারায়ণপুর থেকেও এসেছিলেন অনেকেই। রাতে ভোগ খাওয়ার পর থেকেই অসুস্থ হতে শুরু করেন তাঁরা। পেটের যন্ত্রণা, পায়খানা, বমি উপসর্গ থাকায় স্থানীয় চিকিৎসকের কাছেও যান অনেকে। সকালে খবর পেয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এলাকায় পৌঁছান স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, "প্রায় ১১০ জনের খাদ্যে বিষক্রিয়া জনিত রোগের উপসর্গ রয়েছে। গ্রামে মেডিক্যাল টিম রয়েছে। তাঁরা ওষুধ দিচ্ছেন। দু'জনকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মল, খাবার ও জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us