উত্তাল রাজ্য রাজনীতি! বিজেপি ছেড়ে ৩০০ কর্মী ঘর বাঁধলো তৃণমূলের

দু'দিন আগেই অভিযোগ ওঠে যে ভেটাগুড়িতে কিছু তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মেরেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দু'দিনের মধ্যেই উল্টো চিত্র। তৃণমূলে যোগ দিয়ে পাল্টা 'মার' দিল গেরুয়া শিবিরকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
tmcbjp

বিজেপি ছেড়ে ৩০০ কর্মী তৃণমূলে

নিজস্ব সংবাদদাতা: দু'দিন আগেই অভিযোগ ওঠে যে ভেটাগুড়িতে কিছু তৃণমূল কংগ্রেস কর্মীকে (TMC) বেধড়ক মেরেছে বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরা। দু'দিনের মধ্যেই উল্টো চিত্র। প্রায় ৩০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়ে পাল্টা 'মার' দিল গেরুয়া শিবিরকে। নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) গড় ভেটাগুড়িতেই পদ্ম ছেড়ে জোড়াফুল হাতে তুলে নিলো তিন শতাধিক মানুষ। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন দিনহাটা -১ ব্লক সভাপতি শুধাংশু রায়। তিনি বলেন যে এরা সকলেই মা মাটি মানুষের উন্নয়ন যজ্ঞে সামিল হতে তৃণমূলে এসেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে বিজেপি এই এলাকা থেকে মুছে যাবে।