New Update
/anm-bengali/media/media_files/2025/05/15/IgJJ5DPdDcabkWyeu0Px.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৩০ জন। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের মেনকাপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
জানা যায়, মেনকাপুর এলাকায় বাদল মাইতির ছেলে আনন্দ মাইতির বিয়ের পর বুধবার দুপুরে ছিল বৌভাতের আয়োজন। দুপুরে সেই খাবার খেয়ে প্রায় ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের দাঁতন গ্রামীণ হাসপাতাল, এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্থানীয়ভাবে অন্যত্র চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির হিড়িক। বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us