একসঙ্গে ৩০জন...ভেঙে পড়ল BJP!

গেরুয়া শিবিরে গণবিদ্রোহ। এর জেরে একরকম ভেঙে পড়েছে বিজেপি। একসঙ্গে ৩০ জন বিজেপি নেতা দল ছাড়লেন। রইল সেই আপডেট। ক্লিক করে জেনে নিন বাকিটা।

author-image
Anusmita Bhattacharya
New Update
BJP CHATTI.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দ বর্মণকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে অরুণ মণ্ডলকে জেলা সভাপতির পদে এনেছে বিজেপি। এবার শুরু দলে গণবিদ্রোহ। একসঙ্গে ৩০ বিজেপি নেতা ও একাধিক মণ্ডল সভাপতি পদত্যাগ করলেন গেরুয়া শিবির থেকে। জানা গেছে যে এরা প্রত্যেকেই আনন্দ বর্মণের অনুগামী।

আসলে কিছুদিন ধরেই নাকি নানা কারণে বিজেপির দুই বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দ বর্মণের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকে। শঙ্কর ঘোষ রাজ্য সম্পাদক হয়ে যাওয়ায় ফলে জেলা সভাপতি ও বিধায়ক আনন্দ বর্মণের সঙ্গে তাঁর তিক্ততা বাড়তে থাকে। এরই সূত্র ধরে তিক্ততা বেড়ে যায় সাংসদ রাজু বিস্তার সঙ্গেও। এর মধ্যে আনন্দ বর্মণকে জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। তাঁর জায়গায় দায়িত্ব নেন রাজু ও শঙ্করের অনুগামী বলে পরিচিত অরুণ মণ্ডল। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।

impact