/anm-bengali/media/media_files/2025/12/09/whatsapp-image-2025-12-09-at-115629-2025-12-09-11-56-53.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ প্রকল্পে অনুদানের অঙ্ক দ্রুত বাড়ছে। গত শনিবার শিলান্যাসের পর থেকে মাত্র তিন দিনের মধ্যেই মোট অনুদান প্রায় ৩ কোটি টাকা ছুঁয়েছে বলে জানা গিয়েছে। মসজিদ, স্কুল ও হাসপাতাল মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর।
সূত্রের খবর, অনুদান সংগ্রহের জন্য ইতিমধ্যে ১১টি দানবাক্স আনা হয়েছে। আরও একটি দানবাক্স শিলান্যাস-স্থলেই রাখা রয়েছে, যেখানে এখনও নগদ অর্থ জমা পড়ছে। দানবাক্সের টাকা গণনার জন্য ৩০ জন ধর্মগুরুকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় বাক্স খোলা হয় এবং মেশিনের মাধ্যমে টাকা গণনা চলে গভীর রাত পর্যন্ত। সর্বশেষ হিসেব অনুযায়ী, দানবাক্স খুলে এখন পর্যন্ত ৫৭ লক্ষ টাকার বেশি নগদ পাওয়া গিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/g22jUiqQ0aRnfZ5wDj7h.jpg)
এছাড়াও অনলাইনে অনুদান নেওয়ার জন্য কিউআর কোড চালু করা হয়েছে। সেই মাধ্যমে এসেছে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯০ লক্ষ টাকারও বেশি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা সাড়ে ৩ কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা।
অন্যদিকে, দ্রুত বেড়ে চলা অনুদানের অঙ্ক সামাল দিতে বিধায়ক হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দৈনিক লেনদেনের সীমাও বাড়ানো হয়েছে। আগে দৈনিক ২০ লক্ষ টাকা জমার লিমিট থাকলেও, তা বাড়িয়ে ৪০ লক্ষ করা হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us