২৭ জন ভোটার, যারা মারা গেছেন বহু বছর আগে, তবে ভোটার তালিকায় আজও তারা জীবিত!

২৭ জন মানুষের নাম ভোটার তালিকায় রয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-06 at 19.57.39

File Picture

নিজস্ব সংবাদদাতা: মাত্র একটা বুথে ২৭ জন মৃত মানুষের নাম জ্বলজ্বল করছে ভোটার তালিকায়, যে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ৯৩৯। দু'বছর, পাঁচ বছর এমনকি ১০ বছর আগেও মারা গেছে এমন ব্যক্তির নামও ভোটার তালিকায় রয়েছে, যা নিয়ে উঠছে প্রশ্ন।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার আমলানি পঞ্চায়েতের ২৮৪ নম্বর বুথের ঘটনা। মিনু মন্ডল, মাখন সরদার, পূজালী সরদার এর মত ২৭ জন মানুষের নাম ভোটার তালিকায় রয়েছে। অথচ এদের মধ্যে কেউ দু’বছর আগে কেউ পাঁচ বছর আগে আবার কেউ দশ বছর আগে মারা গেছেন। সকলেরই পরিবার ডেথ সার্টিফিকেট তুলেছে। কিন্তু তারপরেও জ্বলজ্বল করছে ভোটার তালিকায় তাদের নাম। 

তবে তাদের পরিবার কেউই বলতে পারছে না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম রয়েছে। তার কারণ তারা কোনদিন খোঁজই নেননি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিনা। আর এটাই স্বাভাবিক, ডেথ সার্টিফিকেট নেওয়ার পর তার নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতি অনুযায়ী বাদ চলে যাওয়ায় নিয়ম।

কিন্তু কি ভাবে সেই নাম ভোটার তালিকায় আছে তাই জানে না তাদের পরিবারগুলো। তবে এই নিয়ে গ্রামের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে-এই নামগুলো ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় রাখা হয়েছে যাতে ভোটের সময় স্বর্গ থেকে এরা নেমে এসে ভোট দিয়ে যায়। এই নাম গুলো ব্যবহার করে ভুয়ো ভোটাররা ভোট দিতে পারে।

যদিও পঞ্চায়েতের উপপ্রধান নাসির উদ্দিন গাজী বলেন – “এরকম ঘটনা আমার আগে জানা ছিল না। এখন জানলাম। এবার অবশ্যই বিষয়টা আমরা দেখব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো”।