বন্ধুরা মিলে পুজোর শুরু, শোল মাছেই মায়ের তৃপ্তি, তারপরই স্বপ্নাদেশ দেন কালী

খড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের ২০০ বছরের কালীপুজো।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-20 at 12.59.08 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: এক সময় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খরার পুরসভার পানপাড়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে শুরু করেছিলেন কালীপুজো। সেই পুজোই আজ পরিণত হয়েছে বাড়ির পুজোতে। সেই পুজো চলে আসছে ২০০ বছরেরও বেশি সময় ধরে। এই বছর এই পুজো ২১৫ বছরে পদার্পণ করল। প্রতিবছর মাটির মা কালীর মূর্তি গড়া হয় বাড়ির দালানে। দীপান্বিতা অমাবস্যায় জাঁকজমকপূর্ণ পুজো হয় বন্দ্যোপাধ্যায় বাড়িতে। বাড়ির সকল সদস্যরা মেতে ওঠে এই পুজোতে। তার পাশাপাশি, প্রতিমা নিরঞ্জনের দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন পরিবারের সকল মহিলা সদস্যরা। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই পুজো প্রাচীন রীতিনীতি মেনে।

WhatsApp Image 2025-10-20 at 12.59.17 PM