/anm-bengali/media/media_files/2oDmyv3EOBlBw0jopKQN.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ছোটখেলনা গ্রামের দুই পরিবার। তার কারণ তাদের দুই পরিবারের দুই ছেলে বাংলাদেশের ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও আনোয়ার খাঁন মর্ডান মেডিক্যাল কলেজে মেডিক্যাল বিভাগে পড়াশোনা করছিল ২০২০ সাল থেকে। দুই ছাত্র হল মৃগাঙ্কর মাইতি ও সৈরেশ পন্ডিত।
সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরী হয়েছে ও বেশ কিছু পড়ুয়ার মৃত্যু হয়েছে তাতে এই দুই ছাত্রের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিবার আশঙ্কায় ছিল। ছেলেদের সঙ্গে দুইদিন কোনো যোগাযোগ ছিল না। অবশেষে দুই পরিবারের দুই ছেলে বাড়ি ফিরে এসেছে। আর তাতেই কিছুটা স্বস্তি পেল পরিবারের লোকজন। কলেজের পড়াশোনা শেষ হতে এখনও এক বছর বাকি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক ও ছেলে পড়াশোনা সম্পূর্ণ করুক, এই প্রার্থনাই করছে দুই পরিবার।
/anm-bengali/media/post_attachments/1c220d419797420691326e88b512fbbbf6642e980a13c7b7d94f7dc717aae5ee.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us