/anm-bengali/media/media_files/2025/10/30/whatsapp-image-2025-10-30-2025-10-30-17-54-23.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দুই লরির মুখোমুখি সংঘর্ষ মেদিনীপুর সদরে। উল্টে গেল আলু বোঝাই লরি। ঘটনাটি কাল রাত ১টা নাগাদ গুড়গুড়িপাল থানার বেলিয়া এলাকায় ঘটে।
স্থানীয়রা জানাচ্ছেন, মেদিনীপুর থেকে একটি আলু বোঝাই ১০ চাকার লরি ধেড়ুয়ার দিকে যাচ্ছিল। সেই সময় ধেড়ুয়ার দিক থেকে একটি দশ চাকার গ্যাস সিলিন্ডার বোঝাই লরি মেদিনীপুরের দিকে যাচ্ছিল। বেলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরই মুখোমুখি ধাক্কা হয় দুটি যানের। পরে আলু বোঝাই লরিটি রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। ভেঙ্গে পড়ে একটি ইলেকট্রিক পোস্ট। খবর পেয়েই স্থানীয় মানুষজন এবং পুলিশ পৌঁছে গাড়ির চালক এবং খালাসীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। তবে কারুরই গুরুতর আহত হওয়ার কোনো খবর নেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069162.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us