২৩ জন জেলের মধ্যে ২ নিখোঁজ!

কি ঘটেছিল?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-10-15 185854

নিজস্ব প্রতিনিধি, লালগঞ্জ: ২৩ জন জেলেকে নিয়ে হরিপুর লালগঞ্জ সমুদ্র সৈকত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ৩টি ট্রলার রওনা  দেয়। রাত ১.০০ টায় বকখালী সমুদ্র সৈকতের কাছে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মঙ্গল চণ্ডী নামক একটি মাছ ধরার ট্রলার ডুবে যায় ও ১৮ জন জেলে সমুদ্রে পড়ে যায়। এরপর ১৬ জন জেলে অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হলেও দুর্ভাগ্যবশত ২ জন জেলে এখনও নিখোঁজ। চলছে তল্লাশি। নিখোঁজ  কামাল জানা ও ঝরু কর দুজনেই ফ্রেজারগঞ্জ উপকূলীয় থানার দেবনিবাসের বাসিন্দা। উদ্ধারকৃত ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Screenshot 2025-10-15 185913