পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির আক্রমণে মৃত্যু দুজনের

কি করে হল মৃত্যু?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-09 at 5.15.26 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির আক্রমণে মৃত্যু দুজনের।  গতকাল রাতে মৃত্যু হয়ে একজনের আর আজ সকালে মৃত্যু হয় আরও একজনের। স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াবসত রেঞ্জের বাগাখুলিয়া গ্রামের কাছে হাতির আক্রমণে মৃত্যু হয় এক ব্যক্তির। ভাতুরবাধি এলাকার বাসিন্দা বাগখুলিয়া এলাকায় আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে বাগখালিয়া গ্রামের ফুটবল মাঠের কাছেই ওই ব্যক্তিকে আক্রমণ করে বলে জানা গেছে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মোহন সরেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

অন্যদিকে মঙ্গলবার ভোরে খড়গপুরের কলাইকুন্ডা রেঞ্জের কুলটিকরিতে হাতির আক্রমনে মৃত্যু হয়েছে এক মহিলার। পরপর দুজনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গোটা জঙ্গলমহল জুড়ে।

elephant