দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জনের, আহত ২ শিশুসহ ৪

মল্লারপুরের কলেজ মোড়ের কাছে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-11 at 13.48.36

File Picture

নিজস্ব সংবাদদাতা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, আহত হয়েছেন ৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার মল্লারপুর কলেজ মোড়ের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর।

স্থানীয় সূত্রে জানা যায় সিউড়ির দিক থেকে একটি মোটর সাইকেল আসছিল মল্লারপুরের দিকে। অপরদিকে মল্লারপুরের দিক থেকে একটি মোটর সাইকেল সিউড়ির দিকে যাচ্ছিল। সেই সময় মল্লারপুরের কলেজ মোড়ের কাছে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত হয়েছেন অপর বাইকে থাকা ৪ জন। তার মধ্যে ২ জন শিশু রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম ঈদেল শেখ, বাড়ি মল্লারপুর থানার রুকুনপুর গ্রামে।

আহতদের বাড়ি বীরভূমের মহম্মদ থানার সেকেড্ডা গ্রামে। আহতরা হলেন মশগুল রহমান, ফারহিনা বিবি, মিষ্টি খাতুন ও মৌ খাতুন। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে আহতদেরকে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।