ত্রিবান্দ্রম মন্দিরের তরফে অযোধ্যায় রাম মন্দিরে 'ওনাভিল্লু' উপহার

আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রাণ-প্রতিষ্ঠার জমকালো অনুষ্ঠানে সাত হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যায় রাম মন্দিরকে ওনাভিল্লু উপহার দিল তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দির আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য শ্রী রাম জন্মভূমি মন্দিরকে 'ওনাভিল্লু' অর্থাৎ ঐতিহ্যবাহী আনুষ্ঠানিক ধনুক উপহার দেবে।

শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের পুরোহিত গভর্নিং বডির সদস্যদের সাথে বিকেল সাড়ে পাঁচটায় নির্ধারিত একটি অনুষ্ঠানে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিদের ওনাভিল্লু উপস্থাপন করবেন। রাম মন্দির অভিষেকের অনুষ্ঠান ১৬ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবং সাত দিন ধরে চলবে। ভগবান রামের মূর্তি আজ গর্ভগৃহে স্থাপন করা হবে। আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রাণ-প্রতিষ্ঠার জমকালো অনুষ্ঠানে সাত হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।