/anm-bengali/media/media_files/16qllszXP2DkQcvi7MPJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের শুরুতে উত্তরপ্রদেশের অযোধ্যায় হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন। ২২ জানুয়ারি ভগবান শ্রীরাম জন্মভুমিতে রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এখনও চলছে মন্দির নির্মাণ কাজ। আজ অযোধ্যা রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র অযোধ্যায় চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
অযোধ্যা রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেছেন, "আমি এখানকার ব্যবস্থা পরিদর্শন করেছি। এখানে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভক্তদের কোনো অসুবিধা হবে না। কাজ হয়তো চলছে কিন্তু আমরা এই কাজটি রাতেও করব যাতে দিনে ভক্তদের কোনো অসুবিধা না হয়।"
#WATCH | Ayodhya, Uttar Pradesh | Ayodhya Ram Temple construction committee chairman Nripendra Mishra says, "I have inspected the arrangements here...the preparations here are in the final stage. There will be no inconvenience to the devotees. The work may be going on but we will… https://t.co/iDIx4numBHpic.twitter.com/MfsBNd8BOV
— ANI (@ANI) January 7, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us