New Update
/anm-bengali/media/media_files/Ua5iqRJ6sc4Cig1rWnMK.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরকে নিয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটের আগে গিমিক শো। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, "গিমিক নয়, মোদি গ্যারান্টি অন্যতম কর্মসূচি রাম মন্দির। এটা ভোটের গিমিক নয়, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এক বিন্দু রক্তপাত ছাড়াই রাম মন্দিরের উদ্বোধন হবে। বিনা দাঙ্গায় পৃথিবীর দীর্ঘতম আন্দোলন, যে আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছেন, তার সমাধান করে দেওয়ার কৃতিত্ব মোদীজির। মোদীজি যেটা বলেন, সেটা গ্যারান্টি সহকারেই বলেন। "
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us