এটা ভোটের গিমিক নয়, মোদীজির গ্যারান্টি! মমতাকে কটাক্ষ বিজেপি সাংসদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে ভোটের গিমিক বলে বিজেপিকে কটাক্ষ করেন। পাল্টা বিজেপি সাংসদ বলেন, এটা ভোটের গিমিক নয়, মোদীজির গ্যারান্টি।

author-image
Tamalika Chakraborty
New Update
jagantah sarkar mp bjp.jpg


নিজস্ব সংবাদদাতা:  রাম মন্দিরকে নিয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটের আগে গিমিক শো। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, "গিমিক নয়, মোদি গ্যারান্টি  অন্যতম কর্মসূচি রাম মন্দির। এটা ভোটের গিমিক নয়, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এক বিন্দু রক্তপাত ছাড়াই রাম মন্দিরের উদ্বোধন হবে। বিনা দাঙ্গায় পৃথিবীর দীর্ঘতম আন্দোলন, যে আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছেন, তার সমাধান করে দেওয়ার কৃতিত্ব মোদীজির। মোদীজি যেটা বলেন, সেটা গ্যারান্টি সহকারেই বলেন। "