লোকসভা নির্বাচনের আগেই ভেঙে যাচ্ছে দল! অযোধ্যা যাচ্ছেন কংগ্রেসের একাংশ

অযোধ্যায় যাচ্ছেন উত্তরপ্রদেশ কংগ্রেসের একাংশ। ১৫ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে যাবেন। রাম লাল্লা ও হনুমান ঘড়ির দর্শন করবেন তাঁরা। সেখান থেকে সরযু নদীতে স্নান করবেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Up congress leader .jpg

নিজস্ব সংবাদদাতা : কংগ্রেসের প্রধান অজয় রাই বলেন, "এটা ঠিক করা হয়েছে যে উত্তরপ্রদেশ কংগ্রেস নেতারা ১৫ জানুয়ারি অযোধ্যা যাবেন। সেখানে আমরা রাম লাল্লা এবং হনুমান ঘড়ির দর্শন করব এবং সরয়ু নদীতে পবিত্র স্নান করব।"