New Update
/anm-bengali/media/media_files/xuuYdM2oTPKWhVJRfuqP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার আর মাত্র ১ দিন। অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে ফিরছেন শ্রীরাম। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে অযোধ্যায় পৌঁছেছে। এবার পায়ে হেঁটে অযোধ্যা গিয়েছেন এক যুবক। পশ্চিমবঙ্গের একজন যুবক ঐতিহাসিক রাম মন্দির দর্শনের টানে পায়ে হেঁটে অযোধ্যা শহরে পৌঁছেছেন। বিশ্ববাসী সাক্ষী হয়ে থাকবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার।
ঐতিহাসিক রাম মন্দির দর্শনের টানে পায়ে হেঁটে অযোধ্যা পৌঁছলেন বাংলার যুবক!
— BJP West Bengal (@BJP4Bengal) January 20, 2024
বিশ্ববাসী সাক্ষী হতে চলেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার। pic.twitter.com/ZqrpB2fy9H
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us