/anm-bengali/media/media_files/fmwuRjvuBB51B6El1CMo.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাম নবমীতে গ্রিন লাইনের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কলকাতা মেট্রো।
সম্পূর্ণ অংশটি চালু হওয়ার আগে কম্পিউটারাইজড অটোমেটেড সিগন্যালিং সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করার জন্য ফেব্রুয়ারি থেকে প্রতি রবিবার গ্রিন লাইনে পরিষেবা মাঝেমধ্যে স্থগিত করা হচ্ছিল। গ্রিন লাইন বর্তমানে দুটি বিচ্ছিন্ন অংশে কাজ করছে - হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ভি। এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যা একাধিকবার ভূপাতিত হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পুরো অংশটি চালু হওয়ার আগে দুটি বিচ্ছিন্ন অংশের সিগন্যালিং একীভূত করার কাজ চলছে।
/anm-bengali/media/media_files/rJ4BAd2xZx9Au001aDVE.jpg)
STORY | Kolkata Metro to operate trains on Howrah Maidan-Esplanade section on Ram Navami
— Press Trust of India (@PTI_News) April 4, 2025
READ: https://t.co/AYapNMSPIXpic.twitter.com/DrnmBb5tO7
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us